জাহিদ হাসান, বান্দরবান প্রতিনিধি: পর্বতের প্রতিটি কোণে উন্নয়নের ছোঁয়া লেগেছে। যোগাযোগ, কৃষি, বিদ্যুত, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তাসহ জনগোষ্ঠীর জীবনমানোন্নয়নে প্রধানন্ত্রীর ছায়াতলে থেকে আমরা কাজ করে যাচ্ছি।
শনিবার ২ জুলাই সকাল সকাল সাড়ে দশটায় এলজিইডি কর্তৃক ১২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে লামা মাতামুহুরী নদীর উপর শীলেরতুয়া পয়েন্টে ১৮৪ মিটার দৈর্ঘের একটি গার্ডার সেতু উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।
এসময় আরো কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিঁনি। মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে শীলেরতুয়া বৌদ্ধ বিহার ও শ্বসানের বাউন্ডারি ওয়াল উদ্বোধন, দুপুর ১টায় গজালিয়া ইউনিয়নে কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছন পার্বত্য মন্ত্রী।
দুপুর দেড়টায় গজালিয়া স্কুল মাঠে সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বক্তব্য দেন। সকাল থেকে প্রিয় নেতার আগমনে হাজার মানুষ উপস্থিত হয় সভাস্থলে। উন্নয়নের কান্ডারি, বীরের মুখে, জনগোষ্ঠীর জীবন মানোয়ন্নয়নে নতুন নতুন প্রতিশ্রুতি শুনার পর স্থানীয়রা জয় বাংলা ধ্বনি তোলে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মন্ত্রীর প্রতিনিধি প্রদীপ কান্তি দাশ। এ দিন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও এলজিইডি’ প্রকৌশল বিভাগ ও প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা, রাজনৈতিক নেতারা মন্ত্রীর সফর সঙ্গি ছিলেন।