আদম আলী, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে নবাবপুর ইউনিয়নের নবাবপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নবাবপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাদশা আলমগীরের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এহসানুল হাকিম সাধন, নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজিজ ইকবাল, নবাবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন মন্ডল, বাসাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান সহ অন্যান্যরা।
বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এহসানুল হাকিম সাধন এই প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন। ইউনিয়নের ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিযোগীতায় অংশ গ্রহন করে।