পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালী ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস আলী সিকদারকে ভান্ডারিয়া থানা পুলিশ আটক করেছে।
তার বিরুদ্ধে মাদ্রাসার আয়া সায়লা আক্তারকে (২৫) শ্লীলতাহানীর জন্য হাত ধরে টানা টানি করার অভিযোগ উঠেছে। এ অভিযোগে ভান্ডারিয়া থানা পুলিশের এস আই মো. হুমায়উন কবির অধ্যক্ষকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর দেড়টার দিকে।
এ বিষয় জানতে চাইলে ওই মাদ্রাসার অফিস সহকারি মো. শহিদুল ইসলাম মোবাইল ফোনে জানিয়েছেন মাদ্রাসার অভ্যন্তরীণ অর্ধ বার্ষিক পরীক্ষা শেষে অধ্যক্ষ আয়াকে মাদ্রাসায় থাকতে বলে অন্যদের ছুটি দিয়ে দেন। এ সময় আমি সহ দুই কর্মচারী ও শিক্ষক মাদ্রাসার গেটেরে সামনের দোকানে ছিলাম। আয়ার ডাকচিৎকার শুনে আমরা দৌড়ে এসে অধ্যক্ষ সহ তাদেরকে অফিস রুমে আটক করি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আয়া সায়লা আক্তার বলেন ৯৯৯ এ ফোন দিয়ে আমি পুলিশের সহযোগিতা চাইলে ভান্ডারিয়া থানার এস আই মো. হুমায়উন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছান। পরে জিজ্ঞাসাবাদের জন্য অধ্যক্ষ ও আয়াকে থানায় নিয়ে আসেন।
সায়লা বলেন বিভিন্ন সময় চরিত্রহীন অধ্যক্ষ এর আগেও আমাকে কু প্রস্তাব দিয়ে আসছে।
জানতে চাইলে ইকড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদার জানান এ ন্যাক্কার জনক ঘটনাটি আমি শুনেছি। উল্লেক্ষ্য আয়া সায়লা আক্তার এক কণ্যা সন্তানের জননী ও প্রবাসী নজরুলের স্ত্রী।
এ বিষয়ে এস আই মো. হুমায়উন কবির জানান অভিযোগ পেয়ে আমরা জিজ্ঞাসাবাদের জন্য অধ্যক্ষকে থানায় নিয়ে আসি।