আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: এলাকাবাসীর বাধা উপেক্ষা করে ভালুকায় নিম্ন মানের ইট দিয়ে এইচ বিবি রাস্তা নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় উপজেলা চেয়ারম্যান বরাবরে অভিযোগ দেয়ায় রাস্তাটি পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ।
জানা যায় ভালুকা উপজেলা পরিষদের অর্থায়নে ৬ নং ভালুকা ইউনিয়নের কাঠালী মাঠের ঘাট রাস্তা হতে মুক্তিযোদ্ধা সাহাবদ্দীনের বাড়ী পর্যন্ত ৬৮০ মিঃ এইচ বি বি করন রাস্তাটির কার্যাদেশ পান ঠিকাদারি প্রতিষ্ঠান খান ট্রেডার্সের মালিক আশিকুর রহমান। কাজ শুরুর প্রথম থেকেই ব্যপক অনিয়ম হওয়ায় এলাকাবাসী প্রতিবাদ জানায়। ঠিকাদার ও শ্রমিকরা তাতে কর্ণপাত না করে কাজ চালিয়ে যায়।
এ ব্যাপারে এলাকাবাসী উপজেলা চেয়ারম্যান বরাবরে অভিযোগ দিলে ৬ এপ্রিল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ স্থানীয় সাংবাদিকদের সাথে নিয়ে রাস্তাটি পরিদর্শনে যান। রাস্তায় ব্যবহৃত নিম্ন মানের নাম্বার বিহিন ইট, অপর্যাপ্ত বালি ও বিভিন্ন অনিয়ম দেখে তিনি ক্ষুব্ধ হন।
এ সময় তিনি উপজেলা প্রকৌশল অফিসের সার্ভেয়ার শওকত হোসেন ও কার্য সহকারী দেলুয়ার হোসেনকে ইটের গুনগত মান সম্পর্কে জিজ্ঞেস করলে তারা নিম্ন মানের বলে জানান। মান সম্পন্ন ইট ও পরিমান মত বালি দিয়ে রাস্তা নির্মাণ না হলে বিল দেয়া হবেনা বলে হুসিয়ার করে দেন।
এ ব্যাপারে ঠিকাদারের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান প্রকল্প স্থলে গিয়ে ব্যবস্থা নিবেন।