আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী হোসেন বুধবার দুপুরে ভালুকা প্রেসক্লাবে এসে মহাসড়কে চাঁদাবাজি বন্ধে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছন।
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আজ থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কেউ কোন প্রকার চাঁদাবাজি করতে পারবে না এবং কোন কারণ ছাড়া হাইওয়ে পুলিশ কোন গাড়িকেই সিগন্যাল দিবে না।
তাছাড়া, কোন সংগঠন বা সংস্থার নামেও কেউ চাঁদাবাজি করতে পারবে না। ওই দিন সকালে হাইওয়েতে চাঁদাবজি বন্ধের বিষয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ও হাইওয়ে পুলিশ প্রধান মল্লিক ফখরুল ইসলাম জুম মিটিং করে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এই নির্দেশনা যথাযত বাস্তবায়ন করা হবে বলেও সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
এসময় অন্যান্যদের মাঝে ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সহ-সভাপতি আতাউর রহমান তরফদার, সাবেক সাধারণ সম্পাদক আক্কাছ আলীসহ অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।