আলী হোসেন রুবেল, ভোলা প্রতিনিধিঃ ভোলায় গতকাল বুধবার সকাল ৯:০০ ঘটিকায় আনসার ও ভিডিপি কর্তৃক জেলা আনসার ভিডিপি কার্যালয়সহ সকল উপজেলা প্রাঙ্গন ও আনসার ভিডিপি ক্লাব সমিতি চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে মহাপরিচালক, আনসার ভিডিপির নির্দেশনা মোতাবেক ভোলা জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ আহসান উল্লাহ ফলজ (জাম, পেয়ারা, লেবু), বনজ (মেহগনি, আকাশমণি) এবং ভেষজ (নিম, হরিতকি, বহেরা) এ তিন শ্রেণীর গাছ লাগিয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। ভোলা সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মোকাম্মেল হকসহ জেলা আনসার ভিডিপি কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও ব্যাটালিয়ন আনসারের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
জানা যায় দেশব্যাপী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচীর প্রতি একাত্ম হয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপি সারাদেশে এ কর্মসূচি হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় ভোলায়ও এ কর্মসূচি সফলভাবে উদযাপিত হয়।