মাসুদ রানা, ময়মনসিংহ সদর প্রতিনিধি: গ্রীন ইনোভেশন টেকনোলজি ফার্ম এর আয়োজনে এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর সার্বিক সহযোগিতায় “স্মার্ট কৃষিতেই সমৃদ্ধি বাংলাদেশের স্বপ্ন পূরণ” প্রতিপাদ্যকে সামনে নিয়ে ২৪ থেকে ২৬ মার্চ (২০২২) প্রতিদিন সকাল ৯ টা হতে রাত ৮টা পর্যন্ত নগরীর শিল্পাচার্য জয়নুল আবদিন উদ্যান সংলগ্ন উমেদ আলী খেলার মাঠে প্রযুক্তি প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হচ্ছে।
ভার্চুয়ালি উদ্বোধনী ভাষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি। তিনি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কৃষি যান্ত্রিকী করণের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ভাইস চেয়ারম্যান মেজর এ.বি.এ মেজবাহ উদ দৌলা (অবঃ) এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বা.কৃ.বি কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের প্রফেসর ডঃ মোঃ জাহাঙ্গীর আলম, আলোচক হিসেবে বক্তব্য রাখেন বা.কৃ.বি এর কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ডঃ ইসমত আরা বেগম এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি’র ঢাকা এর অতিরিক্ত পরিচালক মোঃ হাবিবুর রহমান। মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ এর পরিচালক মোঃ খলিলুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ময়মনসিংহ এর মৎস্য বিজ্ঞান অনুষদ এর ডীন প্রফেসর ড.মোঃ আবুল মনসুর, ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আবু হানিফ, অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সার্ক কৃষি কেন্দ্র ফার্মগেট ঢাকা এর সিনিয়র প্রোগ্রাম অফিসার ফাতেমা নাসরিন জাহান।
অনুষ্ঠানের শেষে সভাপতি জিআইটিএফ এর চেয়ারম্যান কৃষিবিদ মোঃ আফজাল হোসেন ভূঁইয়া অতিথিবৃন্দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।