শাহাদাৎ হোসেন ইমরানঃ
বিএনপির ডাকা গনসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই সামান্য পরিমান গনপরিবহন চলছে রাজধানীতে।এতে ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণের।একই চিত্র্য দেখা গেছে দূরপাল্লার পরিবহন গুলোর।
শনিবার ১০ (ডিসেম্বর) রাজধানীর ভিবিন্ন স্থানে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়,সকাল থেকে সিএনজি যোগে অফিসে যাচ্ছে সাধারণ মানুষ।এক সিএনজিতে তিন,চার আবার কোনটিতে পাঁচজন করে গন্তব্যস্থলে পৌঁচ্ছাছে তারা।দূরত্ব অনুযায়ী ৩০,৫০,৭০,৮০,১০০ টাকা নিচ্ছেন চালকরা।গনপরিবহনের মত প্রতিটি বাস স্টপিজে থেমে যাত্রী ডাক দিচ্ছেন চালকরা। চালকরা বলছেন সমাবেশকে ঘিরে গনপরিবহন না থাকায় এবং রাস্তায় যাত্রীর চাপ কম থাকায় আমাদের এ ব্যবস্থা। প্রয়োজনের তাগিদে ও অফিস গামি যাত্রীদের সংখ্যাই বেশি ঢাকার রাস্তায়।
একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা নাসির উদ্দিন বলেন,সকাল থেকে অনেকক্ষণ যাবৎ খিলক্ষেত দাঁড়িয়ে আছি রামপুরা বাজার অফিসে যাব।বাস না পাওয়ায় সিএনজি চালকরা যাত্রীদেরকে ডাকতে দেখে ৭০ টাকার বিনিময়ে অফিসে পৌঁছায়। তবে ঐ সিএনজিতে আমার মত আরোও তিন জন যাত্রী ছিল।
মহাখালি থেকে ধানমন্ডি যাওয়া যাত্রী বাবুল বলেন,রাস্তায় গনপরিবহন না থাকায় সিএনজি যোগে ১০০ টাকায় ধানমন্ডি যাই। গনপরিবহন থাকলে ২০ টাকা ভাড়া লাগত।গনসমাবেশকে ঘিরে সার্বিক ক্ষতি আমাদের সাধারন জনগনের।
পরিবহন চালকরা বলছেন,সমাবেশকে ঘিরে রাস্তায় যাত্রী কম থাকায় গুটি কয়েক ছাড়া বেশিরভাগ পরিবহন বন্ধ রয়েছে।
ডিউটিরত ট্রাফিক পুলিশরা বলেন, সকালে কয়েকটি গনপরিবহন চললেও বেলা ১০ টার পর থেকে গনপরিবহন আর দেখা যাচ্ছে না।তবে বিকেল থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে ধারণা করছেন তারা।