তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: অতি বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে হাকালুকি হাওর তীরের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল এখনো বন্যাকবলিত। পানিবন্দি হাজার হাজার পরিবার মানবেতর জীবনযাপন কাটাচ্ছেন। প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ ১৫ দিন ধরে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে রয়েছেন।অনেকে আশ্রয়কেন্দ্রে ও আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
এ অবস্থায় কুলাউড়া, জুড়ি ও বড়লেখাকে বন্যাদুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি ও ঠিকানা গ্রম্নপের চেয়ারম্যান এম এম শাহীন।
তিনি কুলাউড়ায় স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের মাঝে গতকাল বৃহস্পতিবার খাদ্যসামগ্রী বিতরণকালে এ দাবি জানান। কুলাউড়ার ৭ ইউনিয়ন ও পৌর এলাকায় ধারাবাহিকভাবে ত্রাণসামগ্রী বিতরণ করছেন তিনি।