মাসুদ রানা, ময়মনসিংহ সদর প্রতিনিধি: ময়মনসিংহে জলবায়ু পরিবর্তন, গ্রীন ক্লাইমেট ফান্ড ও বাংলাদেশ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর পরিবেশ বিষয়ক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার ৯ মার্চ সকাল সাড়ে ১০ টায় ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ পিকেএসএফ এর আয়োজনে ও গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) এর সহযোগিতায় জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।
তিনি বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো পরিবেশ দূষণে স্বল্প মাত্রায় দায়ী হলেও এসব দেশের ভোগান্তি অনেক বেশি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ন সচিব অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আনোয়ার হোসেন, পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড.ফজলে রাব্বী ছাদেক আহমাদ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, পিকেএসএফ এর সহকারী মহাব্যবস্থাপক মোঃ আবু নাসির খান, ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ ফরিদ আহমেদ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সৈকত হোসেন ভূঁইয়া এবং ময়মনসিংহ অঞ্চলের গ্রামাউস এর নির্বাহী পরিচালক ও জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল খালেক অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন।
ড.ফজলে রাব্বী ছাদেক আহমাদ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং পরিবেশ বিপর্যয়ের কারণ এর হাত থেকে উত্তরণ এবং উন্নত দেশের কাছ থেকে আমাদের মতো উন্নয়নশীল দেশের পরিবেশ বিপর্যয়ের ক্ষতিপূরণ পাওয়ার বিভিন্ন পন্থা তুলে ধরে বিশদ বক্তব্য রাখেন।
উন্মুক্ত পর্বে দর্শক সারি থেকে ময়মনসিংহ অঞ্চলে পরিবেশের বিপর্যয় এবং করণীয় শীর্ষক পরামর্শ তুলে ধরেন প্রাইম সেন্ট্রাল কলেজ ময়মনসিংহ এর অধ্যক্ষ নুরুল বাকি খান, ব্রাকের ডিসটিক্ট কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম, জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল ভিপি রাসেল, ফুলপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং শ্যামগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মহমুদা নাসরিন কাজল।