শাহাদাৎ হোসেন ইমরানঃ
রাজধানীর উত্তরায় বিভিন্ন রেস্টুরেন্ট ও ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার ১২ (ডিসেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অনিয়মের কারনে আঞ্জুমান কাবাব রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ফেরদৌসী ফার্মেসি ও এ রব মডেল ফার্মিসিকে ঔষধ আমদানি কারকের সিল না থাকাসহ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে পর্যায়ক্রমে পাঁচ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আব্দুল জব্বার বলেন,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিনিয়ত এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে।অভিযানে জরিমানা করা সহ প্রতিষ্ঠানগুলোকে সর্তক করা হয়।