আদম আলী, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর মিজানপুর টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাজরাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।
মিজানপুর ইউনিয়নের দুইটি ভেনুতে ২ হাজার ৫৫ জন ভূক্তভোগীদের পণ্য বিতরণ করা হয়েছে। পরিবেশক মেসার্স সিদ্দিক ট্রেডার্স ও সাদিয়া ট্রেডার্স সুবিধা ভোগীদের ২লিটার সয়াবিন তেল, ২কেজি মশুর ডাউল, ১ কেজি চিনি ৪ শত ২০ টাকা দরে বিক্রি করেন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ টুকু মিজি বলেন ইউনিয়নের দুইটি ভেনুতে দুই হাজার ৫৫ টি কার্ড ধারিকে সঠিক ভাবে বিতরণ সম্পন্ন করতে পেরেছি। তদারকি কর্মকর্তা উপজেলা যুবউন্নয়ন অফিসার আতাহার হোসেন উপস্থিত ছিলেন।