নাঈম হোসেন, রাজশাহী প্রতিনিধি
বাংলাদেশের সাহসী অভিযাত্রার অবিকল্প সারথি, বৈশ্বিক উন্নয়ন ইতিহাসের রোল মডেল,এমডিজি ও এসডিজির সকল সূচক বাস্তবায়নে সফল গণতান্ত্রিক বিশ্বের একমাত্র নেতা,বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা`র রাজশাহীতে ঐতিহাসিক জনসভা সফল করার লক্ষে এবং `স্মার্ট বাংলাদেশ` গড়ার জন্য ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে রাজশহী বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৪ জানুয়ারি ) দুপুর ২টায় রাজশাহী নগরীর সিএমবি মোড়ে অবস্থিত শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান মিলনায়তন এর হলরুমে এই প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতিমন্ডলীর সদস্য,বাংলাদেশ আওয়ামী লীগ ও মেয়র,রাজশাহী সিটি কর্পোরেশন। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু রাজশাহী বিশ্ববিদ্যালয়, উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি, আরও উপস্থিত ছিলেন শেখ ওয়ালী আসিফ ইনান সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়ের বলেন আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মানুষের উপচে পড়া ভিড় হবে। কারণ শত বাধা উপেক্ষা করে বাংলাদেশের মানুষকে পদ্মা সেতু, মেট্রোরেল উপহার দিয়ে নানানরকম পদক্ষেপ নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার মা,তার আগমনে রাজশাহীর মানুষ কি ঘরে বসে থাকতে পারে। তার এই উন্নয়নের মাঠে যদি জামাত,বিএনপির ক্যাডার বাহিনীরা আবারও ২০১৪-১৫ মতো আগুন সন্ত্রাস করতে চাই তাহলে তাদের সেই হাত গুরিয়ে দেওয়া হবে।
এবং মেয়র বলেন ছাত্রলীগ আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করে থাকে। এছাড়াও আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়ার জন্য আজকের এই প্রতিনিধি সভা করা হয়েছে।
এছাড়াও আলোচক হিসেবে অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু বলেন ছাত্রলীগ বঙ্গবন্ধুর আস্থার জায়গা। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রলীগের অনেক গুরুত্ব বলে আমি মনে করি। প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ ছাত্রলীগের দ্বারাই সম্ভব, যদি তারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করে।
এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি সভাপতি সাদ্দাম হোসেন রাজশাহীর সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতিসহ বিভিন্ন দিক নির্দেশনা দেন,এবং সকল কে একত্রিত হয়ে কাজ করতে বলেন তিনি।
এছাড়াও উক্ত বিভাগীয় প্রতিনিধি সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম,সাধারণ সম্পাদক ডা.সিরাজুম মুবিন সবুজসহ রাজশাহী মহানগর, জেলা,থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।