সামনের পথটা ভীষণ কঠিন। গত দেড় দশক ধরে পুরো ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন যিনি, তিনিই যদি বিশ্বকাপে না থাকেন! এমন শঙ্কা ভর করে আছে মাথায়। তবে ক্রিশ্চিয়ানো রোনালদো প্রতিজ্ঞাবদ্ধ, পর্তুগালকে সঠিক পথের দিশা দিতে চান তিনি। লড়বেন দেশকে বিশ্বকাপে নিয়ে যেতে।
বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফের সেমিফাইনালে তুরস্কের মুখোমুখি হতে হবে পর্তুগালকে। পরে ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ ইতালি অথবা নর্থ মেসেডোনিয়া। দুই ম্যাচের কোনো একটিতে হেরে গেলেই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোকে দেখা যাবে না কাতার বিশ্বকাপে।
সেটা নিশ্চয়ই চাইছেন না রোনালদো নিজেও। ৩৭ বছর বয়সী তারকার জন্য এটাই যে হতে পারে বড় কোনো শিরোপা জেতার শেষ সুযোগ। এর আগে চার বিশ্বকাপ খেলেও শিরোপা জিততে পারেননি। একবারই জিতেছেন ইউরো। এবারের বিশ্বকাপটা তাই খেলতে মরিয়া রোনালদো।
এর জন্য বৃহস্পতিবার রাতে তুরস্কের বিপক্ষে প্লে অফের সেমিফাইনাল ম্যাচটি জেতার বিকল্প নেই পর্তুগালের। ম্যাচটিকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলনেও যোগ দিয়েছেন রোনালদো। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দিয়েছেন লড়াই করার বার্তা।
তিনি লিখেছেন, ‘পুরো মনোযোগ ২০২২ বিশ্বকাপে। সবসময়ের মতো পর্তুগালের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। আমরা জানি পথটা সহজ হবে না। আমাদের প্রতিপক্ষের জন্য পূর্ণ সম্মান আছে যাদের মুখোমুখি হবো। তারাও আমাদের মতোই একই লক্ষ্যে খেলবে। কিন্তু আমরা একসঙ্গে হয়ে পর্তুগালকে ঠিক পথে নেওয়ার জন্য লড়বো। চলো করে দেখাই!’
পুরুষ ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে ১১৫টি গোলের মালিক তিনি। পর্তুগালের নেতৃত্বের ভারটাও এই তারকার কাঁধে। যদি তিনি দেশকে বিশ্বকাপে নিয়ে যেতে পারেন, সেটা নিশ্চয়ই ফুটবল বিশ্বের অন্যতম বড় আপসেট হয়েই থাকবে।