লক্ষ্মীপুরে মোবাইল ছিনতাই কালে পুলিশের ভুয়া এ এসআই আটক
- By --
- Monday, 20 Nov, 2023

লক্ষ্মীপুরে মোবাইল ফোন ছিনতাই কালে মুজাহিদ (২৩) নামে পুলিশের এক ভুয়া সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) কে উত্তম-মধ্যম দিয়ে গ্রামবাসী সঠিক পুলিশের কাছে তাকে সোর্পদ করে।
রবিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর গ্রামের করইগাছ তলা নামক-স্থান থেকে মডেল থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। ওইসময় তার কাছ থেকে পুলিশের ভুয়া একটি পরিচয়পত্র (আইডি কার্ড) জব্দ করে। সেই পরিচয়পত্রে লেখা ছিলো মো. মুজাহিদ। এ এস আই। পুলিশ আইডি কার্ড নং-BP8403093580। জন্মগ্রহণ ২৮ জুন ১৯৯৮। রক্ত গ্রুপ- ও পজেটিভ।
আটক মুজাহিদ একই উপজেলার টুমচর ইউনিয়নের (১নং ওয়ার্ড) এর কাজিম উদ্দিন ব্যাপারী বাড়ি আজিজের ছেলে। পেশায় মোটরসাইকেল গ্যারেজের (মিস্ত্রি) কাজ করতো।
পুলিশ ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে- রাত ৯ টার দিকে কুতুবপুর গ্রামের পচা গাজী ভূঁইয়া বাড়ীর সেলিমের ছেলে আরমান হোসেন ওরফে শাহেদ তাদের বাড়ীর পাশে রাস্তায় বসে মোবাইল ফোনে গেম খেলছে। হঠাৎ একটি মোটরসাইকেল এসে ৩ যুবক তার পাশে দাঁড়িয়ে পুলিশ পরিচয় দেয়। শাহেদকে প্রশ্ন করে এতো রাতে রাস্তার ওপর কি? এ কথা বলে শাহেদকে মারধর করে। এবং তার মোবাইল ফোন নিয়ে টানাহেঁচড়া করে তারা। এসময় শাহেদ আত্মরক্ষার্থে চিৎকার-চেঁচামেচির করলে আশপাশের লোকজন ছুটে আসে। মানুষের উপস্থিতি দেখে সটকে পড়ে দুই যুবক। ধরা পড়ে ভুয়া পরিচয় দেয়া পুলিশের এএসআই মুজাহিদ। পরে তার কাছ থেকে জানা গেল পালিয়ে যাওয়া তার দুই বন্ধু অপু হৃদয়। তারা সবাই টুমচর ইউনিয়নের বাসিন্দা।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন,ঘটনাস্থল থেকে এলাকাবাসী ভূয়া পুলিশ পরিচয়ে এক যুবকে ধরিয়ে দিয়েছে,তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রবিন হোসেন তাসকিন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি