জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ এর উপর দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে, আমার বাড়ি আমার খামার, আশ্রয়ণ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, ও পরিবেশ সুরক্ষা।০৯ জুন লামা টাউন হলে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বান্দরবান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, সহকারী কমিশনার (ভূমি) কাজী শামীম, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, মিলকী রাণী দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা।অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী। কর্মশালা শেষে ১০টি উদ্ভাবনী উদ্যোগের বিষয়বস্তুর উপর ৫টি গ্রুপে ভাগ করে দল ভিত্তিক পৃথক পৃথক উপস্থাপন করা হয়। এতে করণীয় দিকগুলো চমৎকারভাবে উঠে আসে।