কিশোরগঞ্জ পলিটেকনিক ইন্সস্টিটিউটে বিভিন্ন জেলা উপজেলা থেকে ছাত্র-
ছাত্রীরা এসে পড়াশুনা করে। আগামী ২৪ ফ্রেবরুয়ারী থেকে
২য়,৪র্থ ও ৬ষ্ঠ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা
রয়েছে।
বিভিন্ন জেলা, উপজেলা থেকে শিক্ষার্থীরা ইতিমধ্যেই
চলে এসেছে পরীক্ষায় অংশগ্রহণ করতে। কিন্তু করোনার কারনে
হোস্টেল না খোলায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। কিছুদিনের জন্য
মেস ভাড়া পাচ্ছে না তারা। তাই থাকা খাওয়ার ব্যাবস্থা না হওয়ায়
কলেজ মাঠেই থাকার সিদ্ধান্ত নিয়েছে শেষ পর্যন্ত। পরীক্ষার
পূর্বেই হোস্টেল খুলে দেয়ার জোর দাবী জানিয়েছে শিক্ষার্থীরা।
এ ব্যাপারে জানতে চাইলে কিশোরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট
এর অধ্যক্ষ আব্দুর রকিব বলেন আমরা হোস্টেল খুলে দেয়ার জন্য আপ্রাণ
চেষ্টা করতেসি। আশা করি অনুমতি পেলে দ্রæতই হোস্টেল খুলে
দিতে পারবো।