চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর মুসলিমপুর বাজার আম বাগানে ম্যাংগো ভিলেজ ডেভেলপমেন্ট লিমিটেড, ম্যাংগো ভিলেজ শিশু শিক্ষা ও ম্যাংগো ভিলেজ ইলেকট্রনিক্স এন্ড হেল্প সেন্টারের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপি আনুষ্ঠানে ম্যাংগো ভিলেজ ডেভেলপমেন্ট লিমিটেড এর নির্বাহী পরিচালক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে আলোকিত দিগন্ত নিউজ ২৪.কমের সম্পাদক ও প্রকাশক আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাগরিকা লিমিটেড এর নির্বাহী পরিচালক এম রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল ইসলাম,সাবেক সাধারন সম্পাদক ইমরান আলী,সাংবাদিক নুরতাজ আলম,শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য এইচ এম সারওয়ার রফিক সোহেল,৭১ বাংলা জেলা প্রতিনিধি নাদিম হোসেন, এবি এম টিভির জেলা প্রতিনিধি সেতাউর রহমান ও জেটিভি জেলা প্রতিনিধি শামসুন্নাহার সোয়ানা প্রমুখ।
বক্তারা কোম্পানীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও বিকালে চাঁপাইনবাবগঞ্জ ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশনের পর আনুষ্ঠান শেষ হয়।