শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনি ধি: সামাজিক নিরাপত্তা বেষ্টুনী কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারের বিধবা সুবিধা ভাতা প্রদান করেন উপজেলা সমাজসেবা কার্যালয়।
নওগাঁ থেকে ট্রাক যোগে বাড়ি ফেরার সময় নিহত তাদের প্রত্যেকে বিধবা সুবিধা ভাতা প্রদান করেন তারা হলেন ছত্রাজিতপুর ইউনিয়নের পার ঘোড়াপাখিয়া মাইনুল হকের স্ত্রী রোজিনা, ঘোড়াপাখিয়ার জুলেখা, লাউঘাটার আয়েশা খাতুন ও শ্যামপুর ইউনিয়নের কয়লারদিয়ার গ্রামের রেজিয়া খাতুন।
এসময় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার আবুল হায়াত, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমথ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান ঘটনাস্থল পরিদর্শন করে তাদের পরিবারকে সরকারি সহায়তার পাশাপাশি সামাজিক নিরাপত্তা বেষ্টুনী কর্মসূচির আওতায় তাৎক্ষণিক বিধবা ভাতা কার্ড প্রদান করা হয়।