রিয়াজুল সোহাগ, নোয়াখালী জেলা প্রতিনিধি
রোববার মধ্য রাতে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে শীতার্ত মানুষদের মাঝে ২০০ কম্বল বিতরণ করেন তিনি। এ সময় রেলওয়ে প্ল্যাটফর্মে থাকা ভবঘুরে বৃদ্ধা, প্রতিবন্ধী ও অসহায় লোকজন এসপির হাত থেকে কম্বল পেয়ে খুশি হন।
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর উদ্যোগে নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)নোয়াখালী কর্তৃক অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন মো: শহীদুল ইসলাম,পিপিএম – বার, পুলিশ সুপার নোয়াখালী।
এই সময় উপস্থিত ছিলেন বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোয়াখালী, মোর্তাহীন বিল্লাহ , অতিঃপুলিশ সুপার,সদর সার্কেল, আমান উল্লাহ, সহকারী পুলিশ সুপার ( হাতিয়া সার্কেল) সহ অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা,অফিসার ইনচার্জ সুধারাম মডেল থানা এবং সাংবাদিক বৃন্দ।