সংযুক্ত আরব আমিরাতে এক্সিলেন্স জেনারেল ট্রেডিং ও বুরাক গার্মেন্টস সাবলিমেশন প্রিন্টিং উদ্ভোধন
- By --
- Sunday, 01 Oct, 2023

সংযুক্ত আরব আমিরাতে এক্সিলেন্স জেনারেল ট্রেডিং এলএলসি ও আল বুরাক গার্মেন্টস সাবলিমেশন প্রিন্টিং এর উদ্ভোধন করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার আজমান নিউ ইন্ড্রাস্টিয়াল এরিয়ায় উদ্ভোধনী অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম মাহাবুব'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ে বাংলাদেশের মান্যবর কনসাল জেনারেল, বি এম জামাল হোসেন, জনতা ব্যাংকের সিইও, কামরু জামান। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শেফালী আকতার আঁখি, মো. নাজমুল হকের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, আল জাদিদ গার্মেন্টসের অনার মো. হানিফ, শারজাহ বাংলাদেশ সমিতির সভাপতি আবুল বাশার, সিআইপি শেখ মো. ফরিদ, ইসমাইল গনি, ভারত থেকে আগত আবু বক্কর, খুররাম শাহজাদ, কমিউনিটি নেতা মাজহারুল মিয়া, মো. আলাউদ্দিন, মো. আবদুস সালাম প্রমূখ। কোরআন তেলাওয়াত করেন মো. ফাহাদ। প্রধান অতিথি রাষ্ট্রদূত আবু জাফর বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিদেশী রেমিট্যান্স উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, বিদেশের মাটিতে আপনারা উদ্যোক্তা হওয়ার মধ্যে দিয়ে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণে সহায়ক হবেন। তিনি অত্র প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম মাহাবুব ও শেফালী আকতার আঁখি এরকম ব্যবসা প্রতিষ্ঠানের শুভ সূচনা করায় ধন্যবাদ জানান। উল্লেখ্য যে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম মাহাবুব এর বাড়ী দিনাজপুর ঘোড়া ঘাট এলাকায় ও শেফালী আকতার আঁখির বাড়ী বরিশাল, বাকের গঞ্জে।