সংযুক্ত আরব আমিরাতে মাও.ফজলুল আজিমের বাস ভবনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) অনুষ্ঠিত।

WhatsApp Image 2023-10-03 at 1

সংযুক্ত আরব আমিরাতে দুবাই আল মারুফ টাইপিং সেন্টারের স্বত্বাধিকারী মাও. ফজলুল আজিমের বাস ভবনে ১২ই রবিউল আউয়াল উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (সাঃ) অনুষ্ঠিত হয়েছে। 
গত ১ অক্টোবর রোববার দুবাইয়ে মাও. মো . ফজলুল আজিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও.মো. ইরফান কাদেরী, প্রধান বক্তা ছিলেন মাও. সেলিম উদ্দিন আল কাদেরী, মুহাম্মদ হিশাম আল-মারুফের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, মো. আজিজ খাঁন, মো. এরশাদ হোসেন, মো. হাবীব, হাজী মো. ইসমাঈল, মো. আরফাত, 
মো. আজগর, মো. হাসান, মো. আতিক, হাফেজ মো. এরশাদ, কাজী মো. হাসান, কাজী আমান, কাজী গোলাম কিবরিয়া, কাজী মো. ওমর ফারুক, মো. ফোরকান, শাকিল, কোরআন তেলাওয়াত করেন মো. তামিম আল মারুফ। নাতে রাসূল (সাঃ) পরিবেশন করেন মো. আমিনুল ইসলাম। কেয়াম করেন মো. ওমর ফারুক।

সংযুক্ত আরব আমিরাত থেকে আজিমুল গনি (আজম)


কমেন্ট As:

কমেন্ট (0)