সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা পূর্বধলা উপজেলার সন্ত্রাস-জঙ্গিবাদ বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে বিশেষ আলোচনা সভা শীত বস্ত্র বিতরণ করেন। ২৪ জানুয়ারী পূর্বধলার জটিয়াবর কলেজ প্রাঙ্গনে মানবতা সমাজকল্যাণ সংস্থা ও জটিয়াবর ইসলামী সমাজকল্যাণ সংগঠনের যৌথ উদ্যোগে সন্ত্রাস-জঙ্গিবাদ, বাল্যবিবাহ, মাদকমুক্ত সমাজ গঠনে বিশেষ আলোচনা সভা ও শতাধিক মানুষ মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানবতা সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, সঞ্চালনায় সহ-সভাপতি মুস্তাক আহমেদ খান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ উদ্বোধক হিসেবে ছিলেন জটিয়াবর কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন পূর্বধলা সহকারি কমিশনার (ভূমি) জিনিয়া জামান, অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জবান আলী, পূর্বধলা সরকারি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন, পূর্বধলা সরকারি জে এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলার ইউনিয়ন চেয়ারম্যাগণ এবং নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহিনুর রহমান বাবলু, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুবেল খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, নেত্রকোনা জেলার সকল উপজেলার সন্ত্রাস-জঙ্গিবাদ, বাল্যবিবাহ, মাদকমুক্ত ইভটিজিং মুক্ত সমাজ গঠনে পুলিশের একার পক্ষে সম্ভব না প্রত্যেকটা এলাকায় সবাই কে এসব দূর করতে হবে।ইতি মধ্যে সফলতা অর্জন করলে ও এখনও চারপাশে অনেক কিছু ঘটছে তাই পুলিশ কে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।