মুজিববর্ষ উপলক্ষে সচিবগণের নিজস্ব অর্থায়নে নিমিত ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলার খেজুরবাড়িয়া এলাকায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চাবি তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সচিব মােঃ সফিকুল আহম্মদ।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা কৃষি অফিসার শরীফ মোঃ তিতুমীর, ইউপি সদস্য সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
উপস্থিতি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, পারুলিয়া ইউপি সচিব আব্দুল হাকিম, ইউপি সদস্য আব্দুল আলিম, নুর বানু আল কাদেরী, নারগিস খাতুন, সমাজসেবক আবুল হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের প্রমুখ।
এসময় ২ টি অসহায় পরিবারের সদস্যদের মাঝে ঘরের চাবি তুলে দেওয়া হয়।
এরপর খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সচিব মােঃ সফিকুল আহম্মদ।