সাপ্তাহিক লেনদেনের শীর্ষে থেকে দরপতনের শীর্ষে

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে থেকে দরপতনের শীর্ষে

Generic placeholder image
  

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ মে) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে ২৭৮ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ই-জেনারেশন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

সোমবার ই-জেনারেশনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ২ দশমিক ৯৯ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৮৭ শতাংশ কমেছে। পাশাপাশি তালিকার তৃতীয় স্থানে থাকা ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর কমেছে ২ দশমিক ৯৮৫ শতাংশ।

সোমবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি, এইচআর টেক্সটাইল, জেমিনি সি ফুড, প্রভাতী ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইস, ফরচুন সুজ এবং অ্যাপেক্স ফুডস লিমিটেড।

কমেন্ট As:

কমেন্ট (0)