গোলাম সারওয়ার সজল
সাভার পৌরসভার ৬নং ওয়ার্ডের কর্ণপাাড়া-বারইগ্রাম খালের উপর বেইলি ব্রীজ নির্মান কাজের শুভ উদ্বোধন করেন সাভার পৌরসভার মেয়র পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আব্দুল গনি। বুধবার (২৫-০১-২০২৩)ইং সকালে এই কাজের উদ্বোধন করা হয়।
এসময় উপস্হিত ছিলেন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আব্দুস সাত্তার, ৪, ৫ ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী মিসেস ডারফিন আক্তারসহ সিপ এর ডেপুটি এক্সেকিউটিভ ডিরেক্টর তহমিনা জেসমিন মিতা, প্রয়াস ২ এর প্রজেক্ট কর্ডিনেটর আফসানা আজাদ সহ সকল কর্মীবৃন্দ ও বারইগ্রাম এলাকাবাসি।
ব্রীজটি প্রয়াস ২ প্রকল্প এলাকা সাভারের একটি দীর্ঘদিনের এডভোকেসির ফল। আশা করা যায় ব্রীজটি নির্মান হলে বারইগ্রাম বাসীর যাতায়াতের অসুবিধা কমে আসবে এবং সুবিধাসমুহ বৃদ্ধি পাবে। এ ছাড়াও ব্রীজটির পারে গার্মেন্টস কর্মীদের আসা যাওয়া হবে আরো সহজ হবে বলে জানিয়েছেন পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গনী।