গোলাম সারওয়ার সজল প্রতিনিধি: সাভার পৌরসভার একমাত্র সর্ববৃহৎ বৈধ গরু-ছাগলের হাটের উদ্বোধন করা করা হয়েছে ১ জুন (শুক্রবার) বিকেলে সাভার পৌরসভার গেন্ডা এলাকার পুকুর পাড় ইমু সাহেবের বালুর মাঠে এই অস্থায়ী হাটের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এম,পি।
অনুষ্ঠানে রুপকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জনাব মঞ্জুরুল আলম রাজীব।
এসময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র ও সাভার পৌর আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব আব্দুল গনি।ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন চৌধুরী মাসুদ, সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, পৌর যুবলীগ নেতা শেখ ছাইদ, পৌর ছাত্রলীগ নেতা মাসুম দেওয়ানসহ স্থায়ীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
ইজারাদার তহমিনা আক্তার মিলার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ফিতা কেটে উদ্বোধনের পর প্রতিমন্ত্রী দোয়া পরিচালনা করেন। অতিথিবৃন্দ পরে মাঠ ঘুরে দেখে আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।