গোলাম সারওয়ার সজল
সবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের উদ্যোগে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
২রা ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে সাভার উপজেলা পরিষদে উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনের সামনে নিম্ন আয়ের মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এ-সময় তিনি বলেন, এই শীতে নিম্ন আয়ের মানুষ অনেক কষ্টে আছে,
তাদের অনেকেরই থাকার মত বাড়িঘরও নেই, আর তাদের কথা বিবেচনা করে শীতের শুরু থেকে সাভার উপজেলা পরিষদের পক্ষ থেকে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রতিদিনই মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীতের কম্বল বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় আজকেও অসহায় মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হচ্ছে। এবং যতদিন শীত থাকবে ততদিন এই কম্বল বিতরণ অব্যাহত থাকবে। এ সময় তিনি আরো বলেন সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও নিম্নয়ে মানুষের জন্য সাহায্যের হাত বাড়ানো।