রেজাউল করিম, (রায়গঞ্জ) সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ রায়গঞ্জে এবার চলতি মৌসুমে ভুট্রার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফোটার সম্ভবনা রয়েছে। প্রতি বছর ইরি বোরো কাটার মৌসুমে স্থানীয় চাষিরা ধানের ন্যায্য মুল্য না পাওয়ার কারনে কম খরচে বেশি লাভ হওয়ায় ভুট্রা চাষে কৃষকের দিনদিন আগ্রহ বাড়ছে। ভুট্রা গাছে কৃষকের সপ্ন বাতাসে দুলছে।
গত ৩০ শে জানুয়ারী স্থানীয় কৃষকের সাথে কথা বলে জানা যায় অন্যান্য ফসলের চেয়ে ভুট্রার ফলন বেশি হওয়ায় এবং ভুট্রার গাছ জালানির কাজে ব্যাবহ্রত হওয়ায় কৃষক ধান,গম চাষের পাশা পাশি ভুট্রা চাষে বেশি আগ্রহ দেখাচ্ছে। কৃষি অফিসের পরার্মশে আগাম জাতের ভুট্রা রোপন করায় নিবির পরির্চযা ও রোগ বালাই কম হওয়ায় চলতি মৌসুমে ভুট্রার বাম্পার ফলন হবে বলে জানিয়েছে কৃষকরা।
সোমবার এলাকা ঘুরে জানা যায় উপজেলার ৯টি ইউনিয়নে অনেক স্থানেই ভুট্রা চাষে সবুজে ছেয়ে গেছে কৃষকের কৃষি মাঠ।ভুট্রা চাষে বেশ ভালো ফলন হওয়ায় চৈত্র মাসের শেষ দিকে কাটা ও মাড়াইয়ের সময়ে দাম ভালো পওয়ায় চাষিরা নগদ টাকা হাতে পেয়ে পারিবারিক খরচসহ ইরিবোরো চাষের খরচ ভুট্রা বিক্রি করে কিছুটা হলেও স্বচ্ছল। যার কারনে এই এলাকার বিভিন্ন ফসলের পাশাপাশি ভুট্রা চাষে সফলতা আসতে শুরু করেছে। বিশেষ করে হাট পাংগাসি,ব্রম্মগাছা, ধানগড়া ,চান্দাইকোনা, ভুইয়াগাতি সহ উপজেলার বেশ কয়েকটি স্থানে চলতি মেসৈুমে ব্যাপক হারে ভুট্রা চাষ শুরু করেছে।
৯টি ইউনিয়ন মিলে প্রায় ৩-৪ হাজার হেক্টর জমিতে ভুট্রা চাষ হচ্ছে। গংগারামপুর গ্রামের রফিকুল চকনুর গ্রামের শহিদুল রামেশ্বর গাতি গ্রামের নজরুল ও জাকির হোসেন সহ আনেকেই বলেন ধান চাষের পাশাপাশি আমরা গত বছর থেকে ভুট্রার চাষ করছি। রোগ বালাই কম ফলন বেশি এবং ভুট্রা কাটা মাড়াইয়ের সময় বাজার দর ভালো থাকায় কম খরচে লাভ বেশি হওয়ার কারনে এবারও ভুট্রা চাষ করেছি ।