কাজল আহমেদ সায়েম রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি: দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট সুনামগঞ্জ সহ সিলেট বিভাগের বেশ কয়েকটি এলাকার মানুষ। আর এসকল এলাকায় পানি বন্ধি হয়ে থাকা মানুষের কথা চিন্তা করে এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৫নং ওয়ার্ড ও ৩নং ওয়ার্ডের গ্রামবাসী।
নগরপাড়া ও কামশাইর এলাকাবাসীর অর্থায়নে দুস্থদের মাঝে সোমবার (২৭ জুন) সকালে সিলেটের সুনামগঞ্জের বন্যাকবলিত ৩ শত পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী মধ্যে ছিলো চিরা,মুড়ি ,গুড়,শুকনো রুটি,তরল দুধ,বিসকিট,খাবার পানি,স্যালাইন ও ঔষধ।