সূচকের পতন

সূচকের পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বৃদ্ধি

Generic placeholder image
  

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। তবে গতদিনের তুলনায় বেড়েছে লেনদেন।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে  এর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ৫৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৭১ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’৬ দশমিক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ১৭৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৯৫ পয়েন্ট কমে ১ হাজার ৯২৯ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৯১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৬১ কোটি ২১ লাখ টাকা।

আজ ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০২টি কোম্পানির, বিপরীতে ২৩৫টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

কমেন্ট As:

কমেন্ট (0)

VK