মোহাম্মদ রাসেল কক্সবাজার জেলা প্রতিনিধিঃ আগামী ২ এপ্রিল থেকে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণ বন্ধ ঘোষণা করা হয়েছে। চলতি পর্যটন মৌসুম শেষ হওয়ায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে সকল প্রকার পর্যটকবাহি জাহাজ চলাচল বন্ধ থাকবে।
বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও বলেন, টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারী সকল পর্যটকবাহি জাহাজের অনুমতির মেয়াদ শেষ হচ্ছে কাল ৩১ মার্চ পর্যন্ত। তাই এরপর থেকে এই নৌরুটে সকল পর্যটকবাহি জাহাজ চলাচল বন্ধ থাকবে। কিছু পর্যটকের ভ্রমণ মেয়াদ ২ মে পর্যন্ত থাকার কারণে সেটা বর্ধিত করা হয়েছে।
সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জাহাজ মালিকদের সংগঠন “স্কুয়াব”র সভাপতি তোফায়েল আহমেদ জানান, আগামী ২ এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি আছে ৩১ মার্চ পর্যন্ত। কিন্তু ২ এপ্রিল পর্যন্ত কিছু পর্যটক সেন্টমার্টিনে রাত্রিযাপন করবেন বলে তাদের আনার জন্য ওই দিন পর্যন্ত জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরো জানান, ২ এপ্রিল সেন্টমার্টিন থেকে ফেরার সময় প্রতিটি জাহাজে দ্বীপের আবর্জনা টেকনাফে আনা হবে। এরপর এসব আবর্জনা টেকনাফের বিভিন্ন এলাকায় মাটিতে পুঁতে ফেলা হবে। আর প্লাস্টিক বর্জ্য লোকজনের কাছে বিক্রি করা হবে। এরপর আগামী অক্টোবর পর্যন্ত টানা সাত মাস এ দ্বীপে পর্যটকের যাতায়াত বন্ধ থাকবে বলে।
উল্লেখ্য, পর্যটক ভ্রমণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ১০টি জাহাজ চলাচল করে। বর্ষা মৌসুম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকে বলে উপজেলা প্রশাসন এসব জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।