আলমগীর হোসেন হিরু (চাটখিল নোয়াখালী) প্রতিনিধিঃ সোনাইমুড়ি থানা পুলিশ বুধবার (১৫ জুন) সকালে উপজেলার দেওটি ইউনিয়নের পিতম্বপুর হাজী বাড়ির পাশের মাঠ থেকে গলা কাটা এক মহিলার লাশ উদ্ধার করেছে। স্থানীয় এলাকাবাসী থানায় সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সোনাইমুড়ি থানার ওসি (তদন্ত) কাজি মো. সুলতান আহছান উদ্দিন উদ্ধার হওয়া লাশের পরিচয় নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত লাশটি পিতম্বপুর গ্রামের মাইন উদ্দিনের মেয়ে জান্নাতুল ফৈরদাউস পাখি (৩০) তার পারিবারিক সূত্রে জানা যায়, সে তালাকপ্রাপ্ত নারী। গতকাল মঙ্গলবার সে তার বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।