সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষের বক্তব্য বিকৃত করে প্রচার করায় তীব্র নিন্দা

সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষের বক্তব্য বিকৃত করে প্রচার করায় তীব্র নিন্দা

Generic placeholder image
  

চলমান মোল্লা কলেজ কর্তৃক সোহরাওয়ার্দী,কবি নজরুল কলেজ ভাংচুর ও সন্ত্রাসী হামলা নিয়ে গতকাল ২৫শে নভেম্বর শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া অধ্যক্ষের বক্তব্যের কাটিং ও বিকৃত অংশ এটিএন বাংলাসহ বেশকিছু নিউজ চ্যানেল উদ্দেশ্য প্রনোদিত ভাবে 'অধ্যক্ষ কাকলি মুখোপাধ্যায়'এর বক্তব্য কেটে বিছিন্ন ভাবে উপস্থাপন এবং বিকৃত করে প্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সকল সাধারণ শিক্ষার্থীরা ও সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি। 

কমেন্ট As:

কমেন্ট (0)