নিজস্ব প্রতিবেদক
শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। এসময় তার সঙ্গে স্বামী শরীফুল রাজকেও দেখা গেছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে তিনি সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১১ জানুয়ারি দিন ধার্য করেছেন।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি বিষয়টি জানিয়েছেন।
এদিন মামলার আসামি তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম আদালতে হাজিরা দেন। অপরদিকে নাসির উদ্দিন অসুস্থ থাকায় আদালতে হাজির হননি বলে জানান তার আইনজীবী শাহিনুর রহমান।
২০২১ সালের ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) এই মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে সাভার মডেল থানায়।
মঙ্গলবার পরীমণির জবানবন্দি শেষ না হওয়ায় পরবর্তী সাক্ষ্যের জন্য নতুন দিন ধার্য করেন আদালত। আগামী ১১ জানুয়ারি (বুধবার) দিন ধার্য করেন সাক্ষ্য গ্রহণের জন্য। তবে এর আগে ১৮ মে (বুধবার) ওই আসামির বিরুদ্ধে চার্জগঠন করে আনুষ্ঠানিকভাবে শুরুর নির্দেশ দেন আদালত।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৪ জুন রাতে নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু অমি। ওই ঘটনায় নাসির এবং অমিসহ অজ্ঞাত চারজনকে আসামি করে ঢাকার সাভার থানায় মামলা করেন এ অভিনেত্রী। পরে পুলিশ মামলাটি আমলে নিয়ে তৎপরতা শুরু করেন।