হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমি ভরাট অভিযানে  আটক ৬

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমি ভরাট,অভিযানে আটক ৬

Generic placeholder image
  

গাজীপুরের কালিগঞ্জ উপজেলার শিমুলিয়ায় বেলাই বিলে হাইকোর্টের আদেশ অমান্য করে নর্থ সাউথ হাউজিং কোম্পানি নামক আবাসন প্রকল্পের অবৈধভাবে কৃষি জমি ভরাটের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৬ জনকে আটক করেছে গাজীপুর সদর থানা।

বৃহষ্পতিবার (২৪ আগষ্ট)  রাত ১২.৪৫ মিনিটে নর্থ সাউথ হাউজিং কোম্পানিতে রাতের আধারে ড্রেজার দিয়ে বালি ভরাটের সময় হাতে নাতে তাদের আটক করা হয় ।
এছাড়াও ভরাট কাজে ব্যবহৃত কয়েকটি পাইপ বিনষ্ট করা হয় এবং আলামত হিসেবে কিছু পাইপ জব্দ করা হয়। এ সময় ভরাট কাজে ব্যবহৃত অন্যান্য সব পাইপ সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।

যদিও ঘটানস্থলটির বেশির ভাগ এলাকাই কালিগঞ্জ থানাধীন কিন্তু এতদিন প্রশাসনের নাকের ডগায় কিভাবে বিলের বেশকিছু জায়গা বালি দিয়ে ভরাট করে ফেলে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
গ্রামবাসীর অভিযোগ প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এমনটা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।


 

কমেন্ট As:

কমেন্ট (0)

VK