হাইকোর্টের রায় উপেক্ষা করে রাতের আধারে চলছে বালি ভরাট
গভীর রাতে শুরু হয় আসা-যাওয়া। রাতের আঁধারে ড্রেজার এর মাধ্যমে ফসলি জমিতে অবৈধভাবে বালি দিয়ে বিলের বেশ কিছু জায়গা ভরাট করে ফেলেছে নর্থ সাউথ হাউজিং কোম্পানি।
গাজীপুরের কালিগঞ্জ উপজেলার শিমুলিয়ায় অন্যতম বৃহৎ জলাশয় বেলাই বিলে হাইকোর্টের আদেশ অমান্য করে নর্থ সাউথ হাউজিং কোম্পানি নামক আবাসন প্রকল্প কৃষকদের জমিতে জোর পূর্বক বালি ভরাট করছে। তারা কৃষিজমি, সরকারি খাল, অর্পিত ও খাস জমিতে বালি ফেলে ভরাট করছে। কেউ প্রতিবাদ করলেই হামলা মামলাসহ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। কৃষকরা স্থানীয় প্রশাসনের কাছে আবেদন-নিবেদন করেও কোনো সুফল পাচ্ছে না।
কৃষকরা জানিয়েছেন, জমির নামমাত্র ওয়ারিশ ক্রয় করে কিংবা কিছু অংশ ক্রয় করে আশপাশের জমি রাতের আঁধারে অবৈধভাবে বালি ভরাটের কাজ চলছে। প্রতিবাদ করার কারো সাহস নেই, নীরবে কৃষকরা কাঁদছেন।
নর্থ সাউথ হাউজিং কোম্পানির কর্মকর্তা বলছে প্রশাসনের লোকদের অবহিত করেই বালি ভারাটের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।এদিকে গাজীপুরের কালিগঞ্জের অফিসার ইনচার্জ সাথে কথা বললে তিনি জানান বালি ভারাটের কার্যক্রম চালিয়ে যাওয়ার কোন অনুমতি তিনি বা প্রশাসনের কেউ তাদের দেইনি।