মোঃ আবু সাহেব, হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কার্যক্রমের শিক্ষার্থী বাছাই প্রক্রিয়ার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১ টায় হাবিপ্রবি স্কুল মাঠে উক্ত বাছাই প্রক্রিয়ার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক এবং হাবিপ্রবি বিএনসিসি এর ভারপ্রাপ্ত প্লাটুন কমান্ডার সহকারী অধ্যাপক মো. আব্দুল মোমিন শেখ, সেনাবাহিনীর সার্জেন্ট আল মামুন চৌধুরী, সার্জেন্ট শরীফ নায়েমসহ জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তাবৃন্দ।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, বিএনসিসি এর মাধ্যমে তোমাদের মাঝে শৃঙ্খলাবোধ, দেশাত্মবোধ এবং দেশকে সেবা করার মানসিকতা তৈরি হবে। জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গঠনের যে অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকার বাস্তবায়নে তোমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি ভবিষ্যত জীবনে তোমাদের উপর এর ভালো প্রভাব পড়বে। তোমরা যেহেতু হাবিপ্রবিতে বিএনসিসি এর প্রথম ব্যাচ তাই তোমাদের দায়িত্ব অনেক। তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে আনতে হবে।
উল্লেখ্য, বাছাই প্রক্রিয়ায় প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, এর মধ্যে থেকে ২০ জন শিক্ষার্থীকে বেছে নেয়া হবে।