সমীর সরকার হালুয়াঘাট প্রতিনিধি: সোমবার সকালে উপজেলা আইন শৃঙ্খলা কমিটি, চোরাচালান প্রতিরোধ ও টাস্কফোর্স কমিটি ও মানবপাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন নিবার্হী কর্মকর্তা মোঃ সোহেল রানা। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আলম ভূঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন ফকির ও ঝর্ণা ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ শাহিনুজ্জামান খান, বীর মুক্তিযুদ্ধা কবিরুল ইসলাম বেগ,ও মোরশেদ আনোয়ার খোকন।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যাগণ, উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগণ, শিক্ষক প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী উন্নয়ন সমিতির প্রতিনিধি, মোটর মালিক ও শ্রমিক সমিতি নেতৃবৃন্দ, সিএনজি মাহেন্দ্রের প্রতিনিধিসহ সুধীগণ ।
সভায় হালুয়াঘাটে আইন শৃঙ্খলা সুশৃংখল রাখতে, মাদক, চোরাচালান, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ রোধ, বেপরোয়া মোটরবাইক চালানো, স্কুল-কলেজের গেটের সামনে বখাটেদের উৎপাত, যানজট নিরসন, আসন্ন ঈদে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, গরু মহালে কোন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখার জন্য সকলের প্রতি আহবান জানান নির্বাহী কর্মকর্তা সহ বক্তাগন।