আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আনুষ্ঠানিক ভাবে পদ্মা সেতু উদ্বোধনের পর এক বর্ণাঢ্য আনন্দ র্যালি উপজেলা সদর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘আমার টাকা আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ সেলিমা আহমাদ। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুমন দে’র সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম,সহকারী কমিশনার(ভুমি) মো. মিজানুর রহমান, পৌর সভার মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা ,ওসি মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একে এম সিদ্দিকুর রহমান আবুল,সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন,যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াছ, পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকারসহ সরকারী কর্মকর্তা,উপজেলা আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক -শিক্ষার্থীসহ কয়েক শতাধিক লোক আনন্দ রালীতে অংশ গ্রহন করেন। এদিকে হোমনা থানা প্রশাসনের উদ্যোগে আনন্দ রালী অনুষ্ঠিত হয়।