আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনা কলাগাছিয়া এমএ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সভায় ম্যানেজিং কমিটির সভাপতি ব্র্যাক ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোশারফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাইক্রো ফাইবার গ্রুপের জিএম মো. শাহ আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ মাসুদুজ্জামান, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, মো. মতিউর রহমান ও সাবেক অভিভাবক সদস্য স্বপন দেবনাথ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছলিম উল্লাহ খান, সিনিয়র শিক্ষক শিখা আক্তার, অভিভাবক সদস্য আবদুল আজিজ ও মো. শহীদ মিয়া, অভিবাবক আবদুল জলিল ও মো. মিজানুর রহমান, বিদায়ী শিক্ষার্থী তাহমিনা আক্তার , শিক্ষার্থী জান্নাতুল বাকিয়া প্রমুখ। পরে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।