আইয়ুব আলী , হোমনা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ,বার্ষিক মিলাদ মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবু সালেহ মোহাম্মদ গোলাম আম্বিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার চক্রবতী।
সিনিয়র শিক্ষক মো. আইয়ুব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার কাজী রুহুল আমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মোশাররফ হোসেন,হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, থানা প্রেসক্লাবের সভাপতি কামাল হোসেন, সিনিয়র শিক্ষক আনারকলি ও সহকারী শিক্ষক মো. তাজরুল ইসলাম, বিদায়ী শিক্ষার্থী নাফিস ইসলাম, দশম শ্রেণির ছাত্রী শাহেলা শহীদ মুক্তি প্রমুখ।