আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় শিক্ষার মানোন্নয়নে দড়িচর রয়েল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. আলমগীর হোসেন, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন,সাংবাদিক কবি দেলোয়ার, অভিভাবক আবদুর রহমান ও রাবিয়া আক্তার, শিক্ষার্থী আয়েশা আক্তার ও খায়রুল ইসলাম প্রমুখ। শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ও এসএসসি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।