আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় মটর সাইকেল চালক শান্ত ঘোষ (২২) এর মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলা ভূমি অফিস সংলগ্নে হোমনা প্রেস ক্লাবের সামনের সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত শান্ত ঘোষ উপজেলা সদরের মৃত নিত্যন ঘোষের ছেলে ও হোমনা বাজারের জলখাবার মিষ্টি দোকানের মালিক গৌরাঙ্গ ঘোষের ভাতিজা।
প্রত্যক্ষদর্শিরা জানান, নিহত শান্ত ঘোষ রাত ৯ টার দিকে হোমনা চৌরাস্তা থেকে মটর সাইকেল চালিয়ে পৌর ভূমি অফিস সংলগ্ন প্রেস ক্লাবের সামনে আসলে পশ্চিম দিক থেকে আসা একটি বালু বাহী ট্রাক্টর মটর সাইকেলকে ধাক্কা দিলে মোটর সাইকেল চালক শান্ত ঘোষ রাস্তার পাশের মেহগনি গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। পরে ঢাকা হাসপাতালে নেওয়ার সাথে সাথে তার মৃত্যু হয় ।এ দিকে দুর্ঘটনার পর পর অজ্ঞাত ট্রাক্টর চালক পলাতক রয়েছে।
এ বিষয়ে হোমনা থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।