আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় নিখোঁজের ১৮ দিন পর স্কুলছাত্র হৃদয়ের (১২) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। হৃদয় আছাদপুর হাজি সিরাজদ্দৌলা ফারুকী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ও উপজেলার চিৎপুর গ্রামের প্রবাসী নাছির উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার হোমনা উপজেলার নয়াগাঁও গ্রামসংলগ্ন নদী থেকে গলিত লাশটি উদ্ধার করা হয়। পরে তার পরিবার পড়নের প্যান্ট দেখে তার লাশ সনাক্ত করে।
নিহতের চাচা এনায়েত উল্লাহ বলেন, হৃদয় গত ১১ জুন দুপুরে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি। পরে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির করে কোথাও না পেয়ে গত ১২ জুন এ ব্যাপারে হোমনা থানায় একটি নিখোঁজ ডায়েরি করি।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান,হৃদয়ের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে (কুমেক) পাঠানো হয়েছে। নিহতের ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।