আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় অবৈধভাবে দখলকৃত ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ এবং সয়াবিনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য কৃত্রিম মজুদ ও অবৈধ মূল্য বৃদ্ধির প্রতিরোধে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকেলে হোমনা সদরে মার্কেটের সামনে ও পৌর বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান ।
এ সময় বিভিন্ন মার্কেটের সামনের দোকানের মালামাল ফুটপাত থেকে অপসারণ ছাড়াও ফুটপাত ও রাস্তার পাশে ভাসমান দোকান ভ্যানগাড়ি উচ্ছেদ করা হয়। অপরদিকে অবৈধ মূল্য বৃদ্ধি করার অপরাধে তিনটি দোকানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সঙ্গে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।