আইয়ুব আলী,হোমনা প্রতিনিধিঃ কুমিল্লায় হোমনায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন এবং সুবর্নজয়ন্তী মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার আনন্দ রালী শেষে উপজেলা পরিষদ মাঠে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাংসদ সেলিমা আহমাদ ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম,সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা,ওসি আবুল কায়েস আকন্দ,পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মন, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার প্রমুখ । জানা গেছে, মেলায় ৩১ টি স্টল অংশ গ্রহণ করেন।