আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নিলখী ইউনিয়নের চম্পকনগর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে নিলখী লালবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে
হারিয়ে চ্যাম্পিয়ন হয় এবং বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টে ইটাভারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে হারিয়ে নিলখী-মিরাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহাগ ভট্রাচার্যের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নিলখী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার জালাল উদ্দিন। কবি দেলোয়ারের ধারা বর্ননায় উপস্থিত ছিলেন হোমনা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও সিনিয়র শিক্ষক মো. আইয়ুব আলী,সহকারী শিক্ষক সামসুজ্জান,আনোয়ার হোসেন মেম্বার, নবী হোসেন মেম্বার, মোশাররফ মেম্বার, সমাজ সেবক সবুজ মিয়া,সহকারী শিক্ষক মো. শহীদুল্লাহ্, শাহেদুল ইসলাম, মোস্তফা কামাল,জাকির হোসেন ও আনিছুর রহমান প্রমুখ।