কুমিল্লার হোমনায় অবৈধভাবে পরিচালিত করাতকল, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও লাইসেন্সবিহীন চালের গুদাম পরিচালনার দায়ে ৫ টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।
সোমবার বিকেলে উপজেলার ঘারমোড়া বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট রুমন দে । এ সময় খাদ্য পরিদর্শক আবদুর রহিম মিজিসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বলেন, অবৈধভাবে পরিচালিত করাতকল, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও লাইসেন্সবিহীন চালের গুদাম পরিচালনার দায়ে ৫ টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমান করা হয় এবং এ ধরণের অভিযান অব্যহত থাকবে ।