আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মূল্য তালিকা না টাঙানো, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও ডিলিং লাইসেন্স না থাকায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে উপজেলার দড়িচর বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ।
এতে অভিযান পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্টেস্ট রুমন দে। এ সময় সঙ্গে ছিলেন হোমনা থানা তদন্ত (ওসি) আজিজুল বারী ইবনে জলিল, এসআই শামীম সরকারসহ পুলিশ সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বলেন, এ ধরনের অভিযান অব্যহত থাকবে।